
টাঙ্গাইলে ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইল থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ আজিজুর রহমান লুৎফর (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একই এলাকার মৃত জুব্বার সরকারের ছেলে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, আটককৃত আজিজুর রহমান ওরফে লুৎফর দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম স্যারের নির্দেশে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ১৭০ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।
এ বিষয়ে ঘাটাইল থানায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।