
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জ দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গণপরিবহনের মাধ্যমে করোনাভাইরাস বেশি ছড়াচ্ছে এবং পরিবহন শ্রমিক ও ভ্রমণকারী ব্যক্তিরাই বেশি সংখ্যায় করোনায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
সিভিল সার্জন জানান, বুধবার (১৯ জানুয়ারি) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ২৪ জন, সখীপুরে তিন জন, দেলদুযার ও বাসাইলে একজন করে রয়েছে। আক্রান্তের হার শতকরা ২৬ দশমিক ৬০ ভাগ। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৭ জন এবং জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ২৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৬ জন।
তিনি আরও জানান, সারাদেশেই আবার করোনায় আক্রান্তের হার বাড়ছে। তবে টাঙ্গাইলে কম সংখ্যক মানুষ করোনাভাইরাসের পরীক্ষা করে। করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।