
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দড়িখসিলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা- ময়মনসিংহের ভালুকা উপজেলা কাশর গ্রামের কামাল হোসেনের ছেলে নিলয় আহম্মেদ সজীব (২২) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ির মৃত তাহের মিয়ার চেলে তমিজ উদ্দিন স্বপন।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার দড়িখসিলা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ২৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকার ২টি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।