
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহীনুর ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ (দক্ষিণ)। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাটিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহীনুর নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ফতেপুরের নুরুজ্জামানের ছেলে।
টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই হাজার পিস ইয়াবাসহ নাটিয়াপাড়া থেকে শাহীনুর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।