
টাঙ্গাইলে ৩১৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ৩১৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ মে) সকালে সদর উপজেলার আশেকপুর বাইবাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদের আবু বক্কর সিদ্দিকীর ছেলে আলমগীর হোসেন বাবু ও মৃত বেলাল উদ্দিনের ছেলে হাসান (৩০)।
র্যাব-১২, সিপিস-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আশেকপুর বাইপাশ এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে তাদের ৩১৮ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, ৩টি সিমকার্ড ও নগদ ১৩’শ টাকা জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।