
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে প্রতারণাচক্রের এক মহিলা সদস্য গ্রেফতার করেছে র্যাব-১২। ১৬ এপ্রিল (শনিবার) দিবাগত রাত ২:৫০ টার দিকে উপজেলার গাছাবাড়ী ধৃত ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী উপজেলার গাছাবাড়ী গ্রামের সোহেল রানাার স্ত্রী মনোয়ারা খাতুন (৪৫)।
১৭ এপ্রিল (রবিবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর Model Project on Milk Processing, Consultant Group Ltd. এবং MOTIUR-NILMON AGRO LTD. নামের দুইটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪ লক্ষ ৬৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়। তিনি স্থানীয় লোকজনকে বলতেন তার প্রকল্পে কেউ যদি ২ লাখ টাকা শেয়ার করেন তাহলে তিনি প্রায় ৫০ লাখ টাকা পাবেন। বাংলাদেশ ব্যাংক হইতে ৮ বছর সুদ মুক্ত লোন ৮ বছর পর হইতে ২% মুনাফা হারে লোন দেওয়ার কথা সে স্থানীয় লোকজনকে বলে। বাংলাদেশ ব্যাংক থেকে বিনা সুদে টাকা ঋণের নামে ৩ বছর ধরে বহু মানুষকে প্রতারণা করে আসছে। প্রতারিত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধের মধুপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।