
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বেলটিয়া টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চকমাহাপুরের নূরনবী মন্ডলের ছেলে রাজিব আলী (২৫)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ রাজিব আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ১টি সিম কার্ড এবং নগদ ১,৪৭০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।