
টাঙ্গাইল কারাগারে ব্যক্তি উদ্যোগে ফ্যান উপহার
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ব্যক্তিগত উদ্যোগে জেলা কারাগারে ৪০টি ফ্যান উপহার হিসেবে দিয়েছেন। টাঙ্গাইল জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা সোমবার (২৪ এপ্রিল) সকালে ওই ফ্যানগুলো গ্রহণ করেন।
জেলা পরিষদ কার্যালয়ে ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক প্রমুখ।
ফ্যান গ্রহণ করে জেলার রীমেশ চাকমা জানান, টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪৬৭ জন, সেখানে এক হাজার ৫৭১ জন বন্দি রয়েছে। কারাগারের বেশ কিছু ফ্যান নষ্ট হয়ে গেছে। কারাবন্দিদের কষ্টের কথা জানতে পেরে ফজলুর রহমান খান ফারুক মহানুভবতা দেখিয়ে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ৪০টি ফ্যান প্রদান করেন।