
টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি তোফা ও সম্পাদক ফরহাদ
টাঙ্গাইল সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠণ হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সংগঠণিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিককে এ কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২৬ মে) সকালে কমিটির অনুমোদন দেন। অনুমোদন প্রাপ্ত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পরবর্তী তিনমাসের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলেও জানান তিনি।