
টাঙ্গাইল-ঢাকা সরাসরি কমিউটার ট্রেন চালুর দাবিতে সমাবেশ
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইল-ঢাকা (বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে) সরাসরি কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবিতে গত শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি’ এ সমাবেশের আযোজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। সাবেক যুগ্ম সচিব ও টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ মো. লুৎফুল্লাহ্র সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, সাইদুল ইসলাম খান মিন্টু প্রমুখ।
টাঙ্গাইল-ঢাকা সরাসরি কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবিতে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার মানুষের স্বাক্ষরের কপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিও লেটারের অনুলিপিসহ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।
কিন্তু এখনো টাঙ্গাইল-ঢাকা সরাসরি কমিউটার ট্রেন সার্ভিস চালু না হওয়ায় সমাবেশের বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।
সমাবেশ পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ।