
টাঙ্গাইল পৃথক সড়ক ঘটনায় মহিলাসহ নিহত ২
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হন। শুক্রবার সখিপুর এবং কালিহাতী উপজেলার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সখিপুর থেকে আলেয়া সিএনজিযোগে বড়চওনা যাচ্ছিলেন। এ সময় কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আলেয়া নিহত হন। নিহত আলেয়া আক্তার (৩৫) বাসাইল উপজেলার ময়থার চালা এলাকার আল আমীনের স্ত্রী। এ সময় দুই সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সখিপুর থানার ওসি মাকছুদুল আলম নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করেছেন।
এ দিকে কালিহাতীতে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার সল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া (৩২) উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত কাশেম মিঞার ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্রে জানা যায়, কিবরিয়া সকাল সাড়ে ১০ টা দিকে কালিহাতী উপজেলার সল্লায় রাস্তা পার হচ্ছিল। সময় একটি পিকআপের তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।