
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেসক্লাবের আইটি সেন্টারে তিনটি কম্পিউটার প্রদান করেছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে এ কম্পিউটার প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্যকরি সদস্য মামুনুর রহমান মিয়া প্রমুখ।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২৮ লাখ ২৫ হাজার টাকা বিশেষ বরাদ্দ পেয়েছিলেন। সেখান থেকে টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের জন্য ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে তিন কম্পিউটার প্রদান করা হয়েছে। এছাড়াও নাগরপুরে অন্ধ এক হাফেজকে ২ লাখ টাকা দিয়ে ঘর করে দেয়া হয়েছে। অপর দিকে তৃতীয় পর্যায়ে আশ্রয়হীনদের জন্য মুজিববর্ষের ঘরের জন্য ১১ টি উপজেলায় ৫০ হাজার টাকা করে ও বাসাইল উপজেলায় দেড় লাখ টাকা প্রদানসহ বিভিন্ন উন্নয়নে খরচ করা হয়েছে।