
ট্রাম্পের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট রূপে ট্রাম্পের প্রথম বিদেশ সফরকে ঘিরে প্রথম থেকেই শুরু হয়েছিল নানা বিতর্ক৷সৌদি আরব সফরে এসে রবিবার ট্রাম্প জঙ্গিদমনের বিষয়ে মুখ খুললেন৷ তিনি বলেন, “সমস্ত দেশের মাটি থেকেই সন্ত্রাসমুক্ত করা বিশেষ প্রয়োজন৷” সেই কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানালেন ট্রাম্প৷ নানান জটিলতা পেরিয়ে বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্রের শীর্ষপদে আসীন হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে ট্রাম্পের মুখে বহুবার শোনা গিয়েছে মুসলিম বিরোধী মন্তব্য। মুসলিমদের আমেরিকায় প্রবেশ নিষেধাজ্ঞা জারির হুমকিও দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম বিদেশ সফর করলেন মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে। সৌদি আরবের পর এবার ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
এই লড়াইয়ে সমস্ত ধর্মের মানুষকে একজোট হওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ মুসলিমদেরও এই জোটে সামিল হওয়ার কথা বলেছেন তিনি৷এই প্রসঙ্গে তিনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসদমনের জন্য সবসময়ই সমস্ত দেশকেই সাহায্য করবে৷ সমস্ত দেশগুলি জোটবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করলে সন্ত্রাসবাদীদের নির্মুল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী৷
সৌদি আরবের রাজধানী শহর রিয়াদে অনুষ্ঠিত ‘আরব ন্যাটো’ সম্মেলনে তিনি বিশ্বের সমস্ত মুসলিম নেতাদের উদ্দেশে বন্ধুত্ব এবং ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছেন৷ এর পাশাপাশিই তিনি বলেছেন, ‘মৌলবাদের বিরুদ্ধে মুসলিম অধ্যুষিত দেশগুলিকেও একসঙ্গে কাজ করতে হবে৷’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, “জঙ্গিদের আক্রমণে বিধ্বস্ত বিশ্বের প্রতিটি দেশ৷ কিন্তু সন্ত্রাসবাদের জন্য কেন একটি ধর্মের মানুষ বিশ্বের নজরে খারাপ হবে? এটি কোনও ধর্মের বিরুদ্ধে কিংবা কোনও সংস্কৃতির বিরুদ্ধে লড়াই নয়৷ এটি শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই।”