
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
জাগ্রতবাংলা ২৪ ডটকম: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাঐখোলা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি উত্তরবঙ্গগামী ট্রাক মহাসড়কের নিচে পড়ে যায়, অপর ট্রাকটি মহাসড়কের মাঝখানে উল্টে যাওয়া বাঐখোলা থেকে এলেঙ্গা এবং বাঐখোলা থেকে পাকুল্লা পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার যানজটে রূপ নেয়।
যানজটে আটকে পড়া যমুনা সেতু এলাকার শরীফ মাহমুদ নামের এক ব্যক্তি ইত্তেফাককে জানান, পাকুল্লা বাসস্ট্যান্ড পাড় হয়ে জ্যামে আটকে আছি। প্রায় ২ ঘন্টা একই স্থানে অবস্থান করার পর সবে মাত্র গাড়ী ছাড়ল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলায় বাউখোলায় রাত ৮ টার দিকে ট্রাক সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দাড়িয়ে থাকায় যানবাহনের সংখ্যা দীর্ঘ হতে থাকে। পরে ফায়াড় সার্ভিসের একটি দল দুর্ঘটনার কবলিত যানবাহন সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এ পর্যন্ত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইলের বাঐখোলা এলাকায় দুই মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে প্রশাসনের লোক উপস্থিত আছে। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। দূর্ঘটনা কবলিত ট্রাকদুটি সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে রাস্তায় যানচলাচল স্বাভাবিক হতে ঘন্টাখানেক লেগে যাবে।