
ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিসের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকাস্থ টাঙ্গাইল জেলা যুব সমিতি। শনিবার (২০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ জেলা। টাঙ্গাইলের উপর দিয়ে দেশের ২৪টি জেলার বাস চলাচল করে থাকে। টাঙ্গাইলের উপর দিয়ে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন ও সড়ক পথের যোগাযোগ দ্রুততর হয়েছে। কিন্তু তাতে টাঙ্গাইল জেলাবাসীর ভোগান্তিও দিনদিন বেড়েছে। টাঙ্গাইলের হয়ে প্রতিদিন উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন চলাচল করলেও তাতে টাঙ্গাইলের জন্য পর্যাপ্ত আসন নেই। সীমিত আসন থাকলেও তা চলে যায় ভিআইপিদের হাতে। জেলার ৪০ লাখ মানুষের প্রাণের দাবি অতিদ্রুত ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস দ্রুত চালু করা হোক।
বক্তারা আরও বলেন, শুধু টাঙ্গাইলের মানুষের জন্য নয়, ঢাকার উপর চাপ কমাতেও প্রয়োজন ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস। তাহলে রাজধানীর পার্শবর্তী জেলা টাঙ্গাইলের মানুষ বাড়ি থেকে ঢাকায় এসে অফিস করতে পারবে।
এ সময় বক্তারা ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালু করতে রেলমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি সড়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুনসুরুল আলম হীরা, টাঙ্গাইল জেলা যুব সমতির সভাপতি মুকুল চৌধুরী, ঢাকার পরিবেশ আদালতের স্পেশাল পিপি রেদোয়ানুল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ আলী প্রমুখ।