
ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেনের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিসের দাবিতে ঘারিন্দা রেল স্টেশনে মানববন্ধন করেছে বাস্তবায়ন কমিটি। ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে শনিবার(২৯ জুলাই) সকালে শহরের ঘারিন্দা রেল স্টেশনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক যুগ্ম-সচিব সাইদ মো. লুৎফুল্লাহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, সাইদুল ইসলাম মিন্টু, রাশেদুল ইসলাম, নাসরিন জাহান খান বিউটি প্রমুখ।