
জাগ্রত বাংলা, তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় ৫০ হাজার জাল টাকাসহ আতাউর রহমানকে (৪৯)। আটক করেছে খুলনা র্যাব-৬।
মঙ্গলবার বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আতাউর মুড়াগাছা গ্রামের জব্বার সরদারের ছেলে ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকায় আতাউর রহমানকে তল্লাসি চালিয়ে পাঁচশ এবং একশত টাকার নোটসহ মোট ৫০ হাজার টাকার জাল নোট জব্দ করে এবং তাকে আটক করে।
তালা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে র্যাব আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃত আতাউর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।