
জাগ্রতবাংলা, তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরা তালায় এক বিআরডিপি মাঠ সংগঠকের বাড়িতে দিন দুপুরে চুরি সংঘঠিত হয়েছে। সোমবার দুপুরে তালা বাজারে সরকারি কলেজের পূর্বপাশে খালেদা আক্তারের ভাড়া বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে।
চোর ঘরে ঢুকে আলমিরাতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। তালা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খালেদা আক্তার জানান, তিনি সকালে অফিসিয়াল কাজে সাতক্ষীরায় গিয়েছিলেন। বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাহিরের গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোর ঘরে ঢুকে আলমারির লকার ভেঙ্গে ৪ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। এব্যাপারে তিনি তালা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তালা থানার পুলিশ উপ-পরিদর্শক প্রীতিশ রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত পূর্বক আনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।