
তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: সিরাজগঞ্জের তাড়াশে সোমবার সকালে পানিতে ডুবে তুর্য (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে তাড়াশ উপজেলা সদরের দক্ষীন পাড়াগ্রামে শিহাব আলী ছেলে।
প্রতিবেশী সাহেদ খান জয় জানান, শিশু তুর্য পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে পুকুর পড়ে খেলা করছিলো। এরই এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। এরই এক পর্যায়ে পুকুরে তুর্যকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।