
তাড়াশে বিদেশী পিস্তল ও রিভলবারসহ ৩ ডাকাত গ্রেফতার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-১২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক (এডিশনাল ডিআইজি) শাহাবুদ্দিন খান বিপিএম। এর আগে সোমবার রাত একটার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নাননগর বাজার এলাকা থেকের তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাজারের চেয়ারম্যানপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে এরশাদ আলী (৩২), তোরাব আলী (৪৯) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার বানিয়াবাড়ী গ্রামের ইসমাইল আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৩)।
র্যাব-১২’র অধিনায়ক শাহাবুদ্দিন খান বিপিএম (বার) জানান, সোমবার গভীর রাতে তাড়াশের মান্নাননগর এলাকায় ৮/১০ জনের অস্ত্রধারী ডাকাতির দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও এরশাদ আলী, তোরাব ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি রিভালবার, ৬ রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত এরশাদ আলী, তোরাব ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।