
তাড়াশে স্কুলছাত্রীর আত্মহত্যা
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে অভিমান করে তানজিলা খাতুন (১৩) নামে ৭ম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিলা খাতুন বিন্নাবাড়ী গ্রামের তাহেজ ফকির এর মেয়ে ও সবুজ পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রী। শনিবার সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
ইউপি সদস্য মনিরুজ্জামান মনি জানান, মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রী শুক্রবার বিকেলে ঘরে রাখা গাছে দেয়া কীটনাসক (বিষ) খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় বাড়িতে কেউ ছিল না। তার বাবা-মা অন্য বাড়ি কাজ করার সুবাদে বাহিরে ছিল। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়ের এ অবস্থা দেখতে পেয়ে রাতে স্থানীয় বাজারে চিকিৎসাধীনবস্থায় রাত ২টার দিকে মৃত্যু বরণ করে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।