
ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক: ২০১৮ সালের মার্চে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই সিরিজের আয়োজন করছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ‘নিদাস’ ট্রফি নামে ত্রিদেশী সিরিজটি হবে ১৫ থেকে ৩১ মার্চ। নিসাদ শ্রীলঙ্কার সাংস্কৃতিক শব্দ। নিসাদ অর্থ স্বাধীনতা।
এই বিষয়টি নিয়ে কথা চলছিল বেশ আগে থেকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বুধবার পি, সারা ওভালে ত্রিদেশীয় সিরিজের বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালে সাংবাদিকদের লঙ্কান বোর্ড প্রধান বলেন, ‘আগামী বছর আমরা আমাদের ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চাই। আমরা খুব আনন্দিত যে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) ও বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ত্রিদেশীয় সিরিজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।’ তিন জাতীর এই সিরিজে প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতিটি দল প্রথম ধাপে খেলবে চারটি করে ম্যাচ। মোট ম্যাচ ছয়টি। শীর্ষ দুই দল যাবে ফাইনালে।
লঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি সুমাথিপালা জনিয়েছেন, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এদিন কলম্বোতে তার সাথে ছিলেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দেশের শততম টেস্ট উপলক্ষ্যে খেলার আগে খেলোয়াড়দের সাথে মাঠে হাতও মিলিয়েছেন। তিনিও নিশ্চিত করেছেন সুমাথিপালার দেওয়া তথ্য।