
দাশ পবিত্র’র কবিতা : প্রতিহিংসা
প্রতিহিংসা
আমার এই কবিতা যেন
তোমায় নিয়ে লেখা
সহস্র বছরের হিসাব নিকাশ
প্রতিশোধ পরায়নতায়।
কবিতার প্রতিটি শব্দ আজ
বাণ নিক্ষেপ করবে
নীলপরী তোমার উর্বর শরীরের উঠোনে।
জ্যোৎস্নামাখা আলোয় তন্দ্রাচ্ছন্ন
নির্জন কুটিরে একাকী তুমি
দখিনা বাতাসে দুলছে জানলা’র পর্দা,
ঘুম কাতরে শুয়ে আছো
ফুলের পাপড়ির মতো নরম বিছানায়।
শাড়ীর আঁচল সরে মোহনীয় সিক্ত ফুলকলি উর্দ্ধমুখী
ক্ষীণ চাঁদ দৃষ্টি নাভি সরূ নিতম্ব …
অকস্মাৎ তুমি জেগে উঠবে
তীব্র পিপাসার্ত ছটফট হৃদয়
আমার এ লেখা তোমার ওষ্ঠ ছুঁয়ে
দেহকে করবে পুলকিত।
প্রতিশোধের নেশায় বারংবার তোমার রসালো যৌবনে
সমুদ্রের ঢেউ হয়ে আঁছড়ে পড়বে,
ঘুম ঘুম চোখে উৎসুক দৃষ্টি তাকাবে
অন্ধকার এসে তোমার চোখের পলকে ছেঁয়ে যাবে;
রূপালী শরীরে জানলার সামনে দাঁড়িয়ে
শিউলীর ঘ্রাণ নেবার ব্যর্থ চেষ্টা,
বিষাক্ত হাওয়া এসে ঘ্রাণে দিবে ভরে
হৃষ্টপুষ্ট ধবল জ্যোৎস্নার রাত যেন প্রতিহিংসার প্রতিমূর্তি।
খন্ড খন্ড দু:খ কষ্টের ছোঁয়ায়
আমার এ কবিতা তোমায় নিয়ে লেখা
সহস্র বছরের হিসাব-নিকাশ
প্রতিশোধ পরায়নতায়।