
জাগ্রতবাংলা, পঞ্চগড় : পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৪ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন- সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়ার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (১৬), তারেক বিল্লালের ছেলে শিশির (১৭) ও পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৭)।
জানা যায়, বুধবার (৪ মে) বিকেলে ওই তিন কিশোর মোটরসাইকেলে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘিতে বেড়াতে যাওয়ার প্রাক্কালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ মিয়া জানান, ঘটনাস্থলে দু’জন ও অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।