
ধনবাড়ীতে খাবার ও মিষ্টির দোকানে ৪৪ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮টি খাবার ও মিষ্টির দোকানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি উল্লেখিত জরিমানা আদায় করেন।
পবিত্র রমজান মাসে পঁচাবাঁসি খাবার ও মিষ্টি সরবরাহ এবং প্রতারণার অভিযোগে এ সময় মুক্তাগাছা ২-এপিবিএন এর পরিদর্শক (অপারেশন) মো. কাইয়ূম এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহয়তা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা রিনি জানান, ধনবাড়ী বাজারের ৮টি খাবার ও মিষ্টির দোকানে পঁচাবাঁসী খাবার ও মিষ্টি বিক্রি এবং ওজনে কম দিয়ে প্রতারণার অভিযোগে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।