
ধনবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর এলাকায় রোববার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি জানান, বৈশাখী মেলা উপলক্ষে জমিদার বাড়ির পাশে গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। “বেলা ৪টার দিকে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।” তাৎক্ষণিকভাবে হতাহতের নাম জানা যায়নি বলে জানান তিনি।