
ধনবাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামীকাল
বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল (নৌকা) এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপন (ধানের শীষ)।
নির্বাচনকে কেন্দ্র করে তেমনটা উত্তাপ ছড়ায়নি উপজেলায়। তবে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেছেন উভয় দলের প্রার্থী ও সমর্থকরা। সারা উপজেলায় লাগানো হয়েছে পোষ্টার।
জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৭৬ জন (পুরুষ ৬৯১১৬ জন এবং মহিলা ভোটার ৭১৬৪৯ জন)। মোট ভোট কেন্দ্র ৪৯টি।
বিএনপি’র প্রার্থী রফিকুল ইসলাম স্বপন বলেন, আওয়ামী লীগের লোকজন আমার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। তারা লগি, বৈঠা নিয়ে মিছিল করেছে। বিষয়টি আমি জেলা নির্বাচন কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ করেছি। নির্বাচনে সুষ্ঠু ভোটের ব্যাপারে আমি শঙ্কিত। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হলে অবশ্যই জনগণ আমাকে বিজয়ী করবে।
আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম বেলাল বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আওয়ামী লীগের প্রার্থীকেই বিজয়ী করবেন। তাই আমি জয়ে ব্যাপারে শতভাগ আশাবাদী। আমাদের বিরুদ্ধে বিএনপি’র প্রার্থীর সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ সকল প্রকার প্রস্তুতি সম্পন্না করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমান মেজিস্ট্রেটের কয়েকটি টিম সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য, বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহর উদ্দিন গত ১২ মার্চ মৃত্যুবরণ করেন। এতে নির্বাচন কমিশন ভাইস চেয়ারম্যানের শুন্য পদে উপ নির্বাচনের আয়োজন করেছে।
টাঙ্গাইল-১ আসনের (ধনবাড়ী-মধুপুর) আসনের বর্তমান সংসদ সদস্য হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ভোলা। এদিকে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন টাঙ্গাইল জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপন। তাই টাঙ্গাইলের রাজনীতিতে এই এলাকার যেকোন নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।