
ধনবাড়ীতে গাছ কেটে আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যকে জরিমানা
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক ও হাটের গাছ কাটার অপরাধে ইউপি সদস্য আব্দুল মজিদকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট ইউএনও শামীম আরা রিনি।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি জানান, পাইস্কা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আঃ মজিদকে সড়ক ও হাটের গাছ কাটার অপরাধে গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর আগে ধনবাড়ী উপজেলার পাইস্কা হাটের ভিতর থেকে ৮টি গাছ এবং পাইস্কা-ফুলবাড়ী সড়কের ৫০/৬০ টি গাছ কেটে আত্মসাতের অভিযোগ এনে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর পৃথক ২টি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।