
ধর্মব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
বিশেষ প্রবিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: ‘বাংলাদেশের ইতিহাস বলে ধর্মব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছেন খালেদা জিয়া ও তার দল বিএনপি’ বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তাছাড়া হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো এ্যালাইনস্ নেই। তিনি বলেন, ‘অনেকে কওমি মাদ্রসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি বলে ঘুলিয়ে ফেলে। আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আসা। প্রায় ১৪ লাখ কওমি মাদ্রাসার শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণ করে একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থাকে। তাই আমরা কওমি মাদ্রসার স্বীকৃতি দিয়েছি। কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়ণ ও নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।’
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রগতির যে পথ সেটাই হচ্ছে বাস্তবতা। আর বাস্তবতাই হচ্ছে প্রগতিশীলতা। বাস্তবতাকে বাদ দিয়ে কেউ প্রগতিশীল হতে পারে না। কওমি মাদ্রাসার স্বীকৃতির পরে আল্লামা শফি হুজুর গতকাল এক জনসভায় জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন। তার জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা লাভ নয় কি?’ ‘বাংলাদেশের ইতিহাস বলে ধর্মব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছেন খালেদা জিয়া ও তার দল বিএনপি।’ তিনি বলেন, ‘খ্রিস্টান সম্প্রদায় স্টার সানডেতে সরকারি ছুটির দিন ঘোষণার দাবি করছেন। এ ছাড়া তারা মন্ত্রিসভায় তাদের অংশীদারিত্ব, যোগত্য অনুযায়ী সরকারি চাকরির সুযোগ-সুবিধাসহ বেশ কিছু দাবি তুলে ধরেছেন। এগুলো নিয়ে আমি নেত্রী শেখ হাসিনোর সঙ্গে আলাপ-আলোচনা করব।’
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন আওয়ামী লীগ নেতা একেএম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ূয়া প্রমুখ।