
ধান চালাও রে দক্ষিণা বাতাসে
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সর্বত্র এখন সোনালী ধান ইরি বোরো কাটায় ব্যাস্ত সময় পার করছে কৃষক-কৃষানী। একটা সময় তাদের ব্যাস্ততা প্রকৃতি নির্ভর ছিল। বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে মানুষ ধানকাটা মাড়াই,সহ সব প্রযুক্তির উপর নির্ভরশীল তাইতো তারা আর কায়িক পরিশ্রম করতে চায়না। তাইতো ধান কাটার ভরা মৌসুমে মারাই শেষে বাড়ির উঠানে কিংবা বাহির বাড়ি এখন সচর আচর চোখে দেখা যায় ধানের ময়লা পরিস্কার করার জন্য কৃষানি হাতে কুলা নিয়ে দক্ষিনা বাতাসে দাড়িয়ে অপেক্ষায় আছে। কখন বাতাস এসে তাকে ধান পরিস্কার করতে সাহায্যে করবে কোন কোন সময় বাতাস আসার জন্য গান করতে দেখা গেছে।এটা যেনো আমাদের গ্রাম বাংলার চির চেনা ছবি।
সাধারণত আমাদের বাংলাদেশে বৈশাখ জৈষ্ঠ্য মাসে এসব দৃশ্য চোখে পড়ে।তবে আধনিক যুগে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আমাদের এই সংস্কৃতি। তাইতো এখন আর আগের দিনের মতো মানুষ এসব করতে চায়না। সেই সাথে বিলুপ্তির পথে আমাদের এই গ্রাম বাংলার চির চেনা দৃশ্য।