
নাগরপুরে ছোট ভাইয়ের স্ত্রীর হাতে ভাসুর খুন
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষণের চেষ্টা করায় ছোট ভাইয়ের স্ত্রীর হাতে খুন হয়েছেন ভাসুর। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংচিহালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ নিহত মিজানের ছোট ভাইয়ের স্ত্রী বুলবুলি বেগমকে গ্রেপ্তার করেছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, বুলবুলির স্বামী সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজে সোমবার বাড়ির বাইরে ছিলেন। তাই রাতে নিজেদের ঘরে একাই ঘুমাচ্ছিলেন বুলবুলি। গভীর রাতে তার ভাসুর মিজানুর ওই ঘরে ঢুকে বুলবুলিকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে মিজানের মা এগিয়ে আসলে মিজান নিজের ঘরে চলে যান। এ সময় বুলবুলি ঘরে থাকা সাবল নিয়ে মিজানুরের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিজানের ভাই মজিবুর রহমান বাদি হয়ে বুলবুলিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামী বুলবুলিকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।