
নাগরপুরে পিতাকে হত্যার দায়ে ঘাতক ছেলে গ্রেফতার
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চলকর রিকসা চালক লাল মিয়া (৬৫) হত্যা মামলায় ঘাতক পুত্র আজহার আলী (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে নাগরপুর থানা পুলিশের একটি দল উপজেলার মামুদনগর ইউনিয়নের বাদিয়াজান গ্রাম থেকে তাকে আটক করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, বাবা হত্যাকারী আজাহার বাদিয়াজান গ্রামে এলোমেলোভাবে ঘুরাফেরা করছিল। এ খবর গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রোববার সন্ধ্য ছয়টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে ঘাতক পুত্র আজহারকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য- উপজেলার চর ডাংঙ্গা গ্রামের রিক্্রা চালক লাল মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, শুক্রবার সে তার চিকিৎসা ব্যায়ের জন্য তার পালিত গাভী বিক্রি করার কথা বললে ক্ষিপ্ত হয়ে ছেলে আজাহার মিয়া পিতাকে মারপিট করে। পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে ছেলে আজহার সটকে পড়ে। পরের দিন শনিবার সকাল ছয়টার দিকে ছেলে আজহার তার পিতা গরু বিক্রি করেছে জানতে পেরে উত্তেজিত হয়ে দাঁ নিয়ে পিতাকে খুজতে থাকে। এসময় পিতা লাল মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে বাথরুমে ছিল। পাষন্ড ছেলে দাঁ নিয়ে সেখানে ঢুকে উপুর্যপুরী ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।