
জাগ্রতবাংলা, নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুর ভারড়া পূর্ব ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভারড়া পূর্ব শালিয়ারা দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ভারড়া পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো আরশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মজিদ এর পরিচলনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী, ইঞ্জিঃ রেজাউল ইসলাম রেজ, সদস্য প্রভাষ চক্রবর্তী, মো. ফরিদুজ্জামান কোহিনূর, মীর সোহেল রানা, মো. সোহরাব হোসেন, মো. গোলাম মোস্তফা গোলাম প্রমুখ।
এ সময় যুবদল, কৃষকদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ ভারড়া পূর্ব ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।