
নাটােরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহে আজ (১৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শিক্ষাবৃত্তি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংহতি নারী উন্নয়ন কেন্দ্র এর পরিচালক ও সংহতি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহানারা হাসান। এসময় ২৩ জন শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া সংহতি ও ইসেবীর যৌথ উদ্যোগে পরিচালিত ই লার্নিং কর্মসুচীর আওতায় ২৩ জন প্রশিক্ষনার্থীর মাঝে বেসিক কম্পিউটার লিটারেসী কোর্সের সফল সমাপ্তি সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসেবী মডেল এর উদ্ভাবক ও গবেষক মোঃ মোশারফ হোসেন উদ্দীপনামূলক বক্তৃতা করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সাথে জীবনের লক্ষ্য বিষয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মায়েরা তাদের মতামত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বেসিক কম্পিউটার লিটরেসী কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে যারা ইসেবী নারী উদ্যোক্তা হিসেবে লক্ষ্য নির্ধারণ করেছেন তাদের উদ্দ্যেশ্যে মোশারফ হোসেন বলেন, “চাকুরীর আশায় বসে থেকে সময় নষ্ট না করে হাতের কাছে যা আছে তাই নিয়ে উদ্যোক্তা জীবন শুরু করুন। আমরা আপনাদের পাশে আছি।”
এসময় জাহানারা হাসান তার বক্তব্যে বলেন, “বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তির জন্য মাধ্যমিক পর্যায়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বৃত্তির আয়োজন করা হয়েছে। যাতে করে দারিদ্র্যের অজুহাতে বাবা-মারা কম বয়সে তাদের মেয়েদের পড়াশুনা বন্ধ করে বিয়ে দিয়ে না দেন।”
কম্পিউটার প্রশিক্ষক সাধন কন্ডু এর উপস্থাপনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী নেত্রী ও বিশিষ্ট সমাজসেবীগণ, সেলাই প্রশিক্ষক নুরুন্নাহার বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর প্রতিনিধি নজরুল ইসলাম, গ্রামীণ কল্যাণ এর ডাক্তার মিথিলা সহ এলাকার আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ।