
নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম,টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ ।