
নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। আজ রোববার বাংলাদেশ সময় দুপুর পৌনে একটার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে ফুলেল অভ্যর্থনা জানান।
পরে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে ভাড়া বাসায় ফেরেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, লন্ডনে দিন কয়েকের জন্য ভাড়া করা একটি কটেজে উঠবেন খালেদা জিয়া। কটেজটির বুকিংসহ আনুষঙ্গিক সবকিছু কঠোর গোপনীয়তায় সম্পন্ন করেছেন তারেক রহমান নিজে।
ভিড় ও অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থলের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। লন্ডনের ওই কটেজে খালেদা জিয়ার সফরসঙ্গীসহ কয়েকজনের থাকার ব্যবস্থা রয়েছে।
এখানে তারেক রহমানের স্ত্রী, মেয়ে, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন খালেদা জিয়া। লন্ডনের পথে তিনি দুবাইয়ে যাত্রাবিরতি করেন।