
নির্বাচনকালীন সময় শেখ হাসিনার সরকারই সহায়ক সরকার’: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন সময় শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ সরকারই নির্বাচন কমিশনকে সহায়তা করবে। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই নির্বাচন পরিচালিত হয়।
এর আগে, মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গৌরীপুর-গোমতী সেতু পরিদর্শনকালে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই হবে। আর সরকার শুধু সহায়ক ভূমিকা পালন করবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকালীন যে সরকার থাকবে তারা নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী কাজ করবে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও নির্বাচন কমিশনের নির্দেশনায় পরিচালিত হবে।
মন্ত্রী এসময় দাবি করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে বাড়িতে যেতে পেরেছে।
যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। সেগুলো আমার কানেও আসবে। তবে তা উল্লেখ করার মতো না।