
পরিতোষ সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত
নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন পরিতোষ সরকার। গতকাল (৫ জুন) সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তিনি সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পরিতোষ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ি গ্রামে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা দুলাল চন্দ্র আর্য বাংলাদেশ সমাজেবা কর্মচারী এসোসিয়েশনের উপ-মহাসিচব এবং মাতা মাতা গোলাপী রাণী সরকার একজন আদর্শ গৃহীনি। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স ও মাষ্টার্স পাশ করেছেন। এর আগে কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে ২০০৫ সালে এসএসসি, ২০০৮ সালে এইচএসসি পাস করেন।
পরিতোষ তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির অগ্রদূত। কালিহাতী উপজেলা ছাত্রলীগ ও নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যকরি কমিটিতে থেকে বিগত জামায়াত-বিএনপি’র শাসনামলে ছাত্রলীগের আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগ, কালিহাতী উপজেলা ছাত্রলীগ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ পরিতোষ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় পরিতোষ সরকারী তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন মানিক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।