
নিউজ ডেস্ক: অভিনেত্রী পরীমনি দাবি করেছেন, গত বছরের ১৪ জুন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি এবং আরও কয়েকজন তাকে যৌন হয়রানি করেছেন।
নাসির, অমি এবং তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় অভিযোগ গঠনের সমর্থনে আজ মঙ্গলবার আদালতে তিনি এই দাবি করেন।
আদালতের কাছে পরীমনি আরও বলেন, ‘সেদিনের ঘটনার সঙ্গে নাসির এবং অন্যরা সরাসরি জড়িত ছিলেন।’এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি।
আজ শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে জানান যে, তাদের মক্কেলদের হয়রানির ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হয়েছিল। তাই তাদেরকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া উচিত।শুনানির সময় নাসিরসহ জামিনে থাকা আরও দুজন আদালতে উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কী না সে বিষয়ে আদেশের জন্য ১৮ মে দিন ধার্য করেছেন।
গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।
এর আগে, গত বছরের ১৪ জুন আবাসন ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন পরীমনি।
ওই দিনই উত্তরা সেক্টর-১ এর একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দাদের একটি দল।
বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরেকটি মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।