
পাকিস্তানের নতুন মন্ত্রিপরিষদের শপথ স্থগিত
অনলাইন ডেস্ক: স্থানীয় সময় বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাকিস্তানের অন্তর্বর্তী মন্ত্রিপরিষদের শপথগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। দেশটির প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) এক বিবৃতিতে শপথ স্থগিতের কথা জানানো হয়েছে। তবে পরবর্তীতে কখন শপথ অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বুধবার পিআইডি’র বিবৃতিতে বলা হয়, ‘কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের আজকের (২ আগস্ট, ২০১৭) শপথ স্থগিত করা হলো। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।’
নওয়াজ শরিফের সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির বৈঠকের কয়েক ঘণ্টা পর শপথ স্থগিতের ঘোষণা দেওয়া হলো।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার সকালে মোটরশোভা যাত্রায় উত্তরাঞ্চলীয় শহর মুরিতে যান আব্বাসি। পদত্যাগের পর থেকে মুরির নিজস্ব বাসভবনে থাকছেন নওয়াজ। সেখানেই আব্বাসি ও নওয়াজের বৈঠক হয়। ওই বৈঠকে নওয়াজ শরিফের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন।
বৈঠকে নতুন মন্ত্রিপরিষদ নিয়ে নওয়াজের সঙ্গে আলাপ করেন আব্বাসি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, নতুন মন্ত্রিপরিষদে নওয়াজ সরকারের অনেক মন্ত্রীই অন্তর্ভূক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নওয়াজের চেয়ে আব্বাসির মন্ত্রিপরিষদের আকার ছোট হবে।
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় পরিষদের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্বাসি। পদত্যাগের পর দলীয় এক বৈঠকে ছোট ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে প্রধানমন্ত্রী হতে হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকে প্রথমে নওয়াজের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর সেই পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্বাসি।