
পাহাড়ধসে প্রাণহানি: কাল মসজিদে বিশেষ মুনাজাত করবে ২০ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলায় ভুমিধসে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল করবে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বৃহত্তর চট্টগ্রামে সংঘটিত ভয়াবহ পাহাড়ধসের মাটি চাপায় নিহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। মৃত্যু তালিকা দীর্ঘ হচ্ছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ। আমরা এই যে অসংখ্য মানুষ নিহত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা ২০ দলীয় জোটের উদ্যোগে সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জুমার নামাজ শেষে রাজধানীসহ সব মসজিদে মসজিদে এই বিশেষ দোয়া হবে।’
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এসময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাহাড়ধসে দুর্গতদের দুর্ভোগে সরকারের ব্যর্থতার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, পাহাড়ীবানে বাঁধ ভেঙে এখনো অসংখ্য মানুষ নিখোঁজ। সহায় সম্বল হারিয়ে উপদ্রুত হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে আছেন। সরকারের পক্ষ থেকে এই ভয়াবহ দুর্বিসহ অবস্থা লাঘবে কোনো উদ্যোগ নেই, জনদুর্ভোগ দূরীকরণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই।
আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে রিজভী বলেন, ভয়াবহ জনদুর্ভোগ দূরীকরণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপই নেই। কত মানুষ যে এখনো নিরুদ্দেশ হয়ে আছে তার কোনো হদিস নেই। দ্রুত, তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উপদ্রুত এলাকায় অসহায় মানুষকে রক্ষা করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ক্ষুধা, চিকিৎসা ও বাসস্থানের অভাবে উপদ্রুত এলাকায় ভয়াবহ মানববিপর্যয় সৃষ্টি হয়েছে।