
প্রেস রিলিজ
“স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করতে প্রকল্পের প্রাক্কলন বাংলা’য় হওয়া প্রয়োজন’’- ইউএনও কালিহাতি
মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ডেমক্রেসিওয়াচ কর্তৃক বাস্তবায়িতব্য সোস্যাল এনগেইজমেন্ট ফর বাজেটারী একাউন্টেবিলিটি (সেবা) প্রকল্পের কার্যক্রম বিষয়ে ২১ মার্চ ১১ ঘটিকায় কালিহাতি উপজেলার বিআরডিবি হলরুমে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানটি গ্লোবাল পার্টনারশীপ ফর সোশ্যাল একাউন্টেবিলিটি (জিপিএসএ) এর অর্থায়নে হয়।
প্রধান অতিথির বক্তব্যে কালিহাতি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু নাসার উদ্দিন বলেন “ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত স্কীম সমুহের স্বচ্ছতা, জবাবদিহীতা ও গুণগতমান নিশ্চিত করতে হলে সবার নিকট বোধগম্য ভাষায় প্রক্কলন করা প্রয়োজন”। তিনি এ বিষয়ে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে মহামান্য হাইকোর্টের নির্দেশনার উল্লেখ করেন । তিনি SEBA প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে প্রকল্পটি’র মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার পরামর্শ দেন ।
সভায় প্রকল্পে ব্যবহৃত সামাজিক জবাবদিহিতার পদ্ধতি’ কমিউনিটি স্কোর কার্ড ও সামাজিক নিরীক্ষা’র পর্যবেক্ষণ ও সুপারিশ সমুহ তুলে ধরা হয় । বিশেষ অতিথির বক্তব্যে জনাব জয়নাল আবেদীন, জেলা সহায়ক- এলজিএসপি-২, টাঙ্গাইল বলেন ”প্রকল্পটি ইউনিয়ন পরিষদের বিশেষ করে এলজিএসপি-২ বাস্তবায়নে একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করছে” । তিনি সামাজিক নিরীক্ষা’র পর্যবেক্ষণ ও সুপারিশ অনুযায়ী স্কীমের প্রাক্কলন ইংরেজী ভাষার পাশাপাশি বাংলায় করার বিষয়ে একমত পোষন করেন ।
সভায় ঝঊইঅ প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনার এক পর্যায়ে বল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, “ঝঊইঅ প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ সঠিক ভাবে জনগনের অংশগ্রহনে ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, পরিকল্পনা সভা সহ বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে ।” দশকিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রাজ্জাক বলেন” ইউনিয়ন পরিষদের কর্মকান্ডে জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে “SEBA প্রকল্পের মতো প্রকল্পের ইউনিয়ন পরিষদের সাথে কাজ করা দরকার” ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব সানজিদা খাতুন, পরিচালক- অপারেশন, ডেমক্রেসিওয়াচ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মালেক ভুঁইয়া, চেয়ারম্যান, দশকিয়া ইউপি,আব্দুল আলীম চেয়ারম্যান, সল্লা ইউপি, আজাদ হোসেন, চেয়ারম্যান, পাইকড়া ইউপি, আসমা খানম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, মানুষের জন্য ফাউন্ডেশন, আব্দুস সাত্তার এবং ডলি আকতার সদস্য, গোহালিয়াবাড়ী ইউপি, নাজিম উদ্দিন কমিউনিটি সহায়ক দলের সভাপতি সল্লা ইউপি, কালিহাতি, টাঙ্গাইল । সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব কনিকা মল্লিক, লিটন মোহন দে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ মহিউদ্দিন সহকারী উপজেলা শিক্ষা কর্মকতা সহ সেবা প্রকল্পের ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সদস্যা ও সচিব ও প্রকল্পের কমিউনিটি সহায়ক দলের সদস্যগণ উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী সেবা প্রকল্প, ডেমক্রেসিওয়াচ, টাঙ্গাইল ।