
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ একরাম হত্যা মামলার আসামি নিহত
ফেনী প্রতিনিধি: ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. সোহেল (রুটি সোহেল) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।সোমবার ভোর ৫টার দিকে শহরের বিরিঞ্জি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার সাফায়াত জামিল ফাহিম বলেন, ভোরে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় র্যাবের টহল দলের ওপর সোহেলের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় র্যাবের পাল্টা গুলিতে সোহেল গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
ফেনীর মডেল থানার ওসি রাসেদ খান চৌধুরী জানান, নিহত সোহেল বিরুদ্ধে একরাম চেয়ারম্যান হত্যা, চুরি ডাকাতিসহ একাধিক মামলার রয়েছে। তিনি জেলার শীর্ষ সন্ত্রাসীদের একজন বলে জানান ওসি।