
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া
অনলাইন ডেস্ক: দেশের পশ্চিমাঞ্চল থেকে পরীক্ষামূলকভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।মঙ্গলবার উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্ব উপকূলের সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চলতি সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হল। জাপান সরকার জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় ৪০ মিনিট পর ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাপান প্রতিনিধি নাদিম মাহমুদ জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিট (বাংলাদেশ সময় সকাল ৬ টা ৪০ মি.) উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আঘাত করে বলে জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা জানিয়েছেন।
সুগা টোকিওতে এস সংবাদ সম্মেলনে বলেন, “উত্তর কোরিয়া জাপানের অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা এ যাবতকালের চেয়ে সবচেয়ে বেশি দ্রুতগামী। ক্ষেপণাস্ত্রটি মাত্র চল্লিশ মিনিটে ৯৩০ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের অর্থনৈতিক জোনে পড়ে। প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখছে।”
তিনি আরো বলেন, “এতো দ্রুত ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে যে ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা দিয়ে তা থামানো কঠিন হয়ে গেছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য বড় ধরনের হুমকি।”