
জাগ্রতবাংলা প্রতিবেদক, মধুপুর (টাঙ্গাইল) : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দু:খী মানুষের মুখে হাসি ফোঁটানো ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদ উপলক্ষে দুস্থ্য ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন আর মানুষ না খেয়ে থাকে না। উত্তর বঙ্গে আগে মঙ্গা হতো। এখন আর মঙ্গা নেই। মানুষ একদিন কাজ করলে পাঁচশ ছয়শ টাকা রোজগার করতে পারে। রোজগার আয় বেড়েছে। আগের চেয়ে এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। শেখ হাসিনার সরকার সারের দাম কমিয়ে দিয়েছে। বিএনপি জোট সরকারের আমলে সারের দাম ছিল অনেক বেশি। টাকা দিয়েও কৃষকরা পায়নি। বর্তমান সরকারের সময়ে কম দামে সার পেয়ে কৃষকরা ফসল ফলাচ্ছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের হাহাকার নেই।
কৃষিমন্ত্রী বলেন, দেশে কয়েকটি জাগায় আনারস চাষ হয় তার মধ্যে টাঙ্গাইলের মধুপুর অন্যতম। মধুপুরে ঐতিহ্য হিসেবে একটি আনারস চত্বর নির্মাণ করে দিয়েছি। মধুপুরে অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে আনারস, কলা ও কৃষি ফসল।
ড. আব্দুর রাজ্জাক বলেন, মধুপুরে কোন রাস্তাাঘাট কাঁচা থাকবেনা। এই সরকারের আমলে শত ভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। ঈদে যাতে কোন মানুষের খাদ্যের অভাব না থাকে সে জন্য দুস্থ্য দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফসহ নানা ক্ষেত্রে সুবিধা দিয়ে যাচ্ছে। দুঃখি মানুষের মুখে হাসি ফোঁটানো ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন । বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে ।
এসময় মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নিবাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহ-সভাপতি ইয়াকুব আলী, সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব। এ সময় পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, উপকারভোগী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।