
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকালে কালিহাতী আর.এস পাইলট কলেজ মাঠে ফাইনাল খেলাদুটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী। এসময় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিয়া পারভীন, আওয়ামী লীগ নেতা আসলাম সিদ্দিকী ভূট্টো, এটিও গণ সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ফাইনাল ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।
অপরদিকে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূূর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ভুক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আওলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ভূক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টে ছেলেদল এবং বঙ্গমাতা ফুটলবলা টূর্ণামেন্টে মেয়েদল খেলায় অংশগ্রহণ করে।