
বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের উদ্যোগে “বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস” উদযাপন
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম :টাঙ্গাইলে বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ) বিকালে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে এলেঙ্গা প্রেসক্লাবে সংগঠনের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাসমত আলী রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান কবির রানা। কালিহাতী উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আফাজ উদ্দিন, টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতা মনির হোসেন, গোপালগঞ্জ জেলা সদরের পৌর আওয়ামীলীগ নেতা শরীফ তালুকদার, বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের নেতা আবুল বাশার, আ.সামাদ, মোতালেব হোসেন, আসাদুজ্জামান, জাকির সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।