
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দু’গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু
সবুজ সরকার, কালিহাতী: টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শনিবার দুপুরে কলেজের সোসাইটি অব বিটেক স্টুডেন্টস কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুম আহমেদ রবিবার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আশরাফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী। নিহত মাসুম কালিহাতী উপজেলার কোকডহড়া গ্রামের হযরত আলীর ছেলে।
সোসাইটি অব বিটেক স্টুডেন্টস এর সভাপতি আহত আশরাফুল ইসলাম জানান, ক্যাম্পাসে আসার জন্য মেসে গিয়ে মামুন ও মাহফুজ গালিগালাজ ও হুমকি দিয়ে আসে। পরে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে আসি। এসময় নিহত মাসুমও সেখানে ছিল। হঠাৎ ছাত্রদলের খোকন ও নামধারী ছাত্রলীগের মামুনের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো.আতাউল ইসলাম সাংবাদিকদের জানান, একটি কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষে দু’জন শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থী আহত মাসুম সিকদার রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অনির্দিষ্ট কালের জন্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
কালিহাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, শনিবার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সোসাইটি অব বিটেক স্টুডেন্টস কমিটি গঠন নিয়ে খোকন ও মামুনসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে মাসুম ও আশরাফুলকে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয়রা আহত আশরাফুলকে কালিহাতী হাসপাতালে ভর্তি এবং মাসুমের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মাসুমের মৃত্যু হয়। এঘটনায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে।