
বনানী ধর্ষণ: ‘ধর্ষক’ ইভান আটক
নিজস্ব প্রতিবেদক: জন্মদিনের কথা বলে বনানীর বাসায় ডেকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান (২৮) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়ায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।
র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় তাকে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বনানীতে ধর্ষণের শিকার তরুণী বুধবার থানায় একটি বাহাউদ্দীন ইভানের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, বনানীর ২ নম্বর সড়কের ন্যাম-ভিলেজে জন্মদিনের দাওয়াত দিয়ে মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাতে তাকে ধর্ষণ করে বাহা উদ্দিন ইভান। এরপর বুধবার (৫ জুন) দিবাগত মধ্যরাতের পর পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল বনানী থানাধীন ২ নম্বর রোডের ৫/এ নম্বর ‘ন্যাম-ভিলেজ’ নামে বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ।