
জাগ্রতবাংলা, খানসামা (দিনাজপুর) : “মুছে যাক গ্লানি, ঘুছে যাক জরা” কবিগুরুর এই বাণীকে ধারণ করে করোনা মহামারীর কারণে বন্ধ থাকার পর এবছর নতুন উদ্দীপনায় দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪২৯ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ এর মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি কামাল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লিমন সেন, খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী গণ৷
এস.এম.রকি